অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি কত প্রকার ও কি কি?

দেহে অনুপ্রবেশকারী জীবাণু বা কোনো অবাঞ্চিত বহিরাগত পদার্থকে নিষ্ক্রিয় করার জন্য মানুষের রক্তের সিরামে উৎপন্ন বিশেষ এক ধরনের প্রোটিনকে অ্যান্টিবডি বলে।

সর্বপ্রথম অ্যান্টিবডি শব্দটি জার্মান বিজ্ঞানী Paul Ehrlich উদ্ভাবন করেন। এটির আণবিক ওজন ১,৫০,০০০-৯,০০,০০ ডাল্টন। অ্যান্টিবডির আণবিক ওজনকে kDa (কিলোডাল্টন) এককে লেখা হয়। প্লাজমা প্রোটিনের প্রায় ২০% জুড়ে রয়েছে ইমিউনোগ্লোবিউলিন। তিনটি ডাইসালফাইড বন্ড নিয়ে এটি গঠিত।

অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি কত প্রকার ও কি কি?

অ্যান্টিবডির প্রকারভেদ এবং কাজ

প্রকারভেদ শতকরা হার (%) অবস্থান কাজ ও বৈশিষ্ট্য

IgG

75 রক্ত, লসিকা, অস্ত্র, দুধ, লালারস, দেহের সকল ধরনের তরল পদার্থে পাওয়া যায়।
  • রক্ত ও লসিকায় সর্বাধিক থাকে
  • সবচেয়ে ক্ষুদ্র
  • গর্ভাবস্থায় অমরা ভেদ করে
  • ম্যাটার্নাল অ্যান্টিবডি

IgA

10-15% অশ্রু, লালা, পরিপাক রস, শ্বসন তরল, রক্ত, লসিকা, পরিপাকতন্ত্র, জনন ও শ্বসনতন্ত্রে এবং মায়ের শাল দুধে পাওয়া যায়।
  • অণুজীব ও অনুকণাকে প্রশমিত করে ছত্রাকের সংক্রমণ প্রতিহত করে।

IgM

5-10% রক্ত, লসিকা, B কোষের উপরিতল।
  • ABO ব্লাড গ্রুপের রক্তকণিকার এন্টিবডি এ ধরনের।
  • সবচেয়ে বড় (IgG থেকে পাঁচ গুণ বড়)
  • অধিকাংশ ব্যাকটেরিয়া ও ভাইবাসের বিরুদ্ধে সাড়া দেয়।

IgD

0.2%/
<1
রক্ত, লসিকা ও B-লিম্ফোসাইটের উপরিতলে।
  • এর কাজ অজ্ঞাত হলেও B-কোষকে সক্রিয়করণে ভূমিকা পালন করে এবং এন্টিবডি তৈরিতে সহায়তা করে।

IgE

0.1% B কোষ, মাষ্টকোষ, বেসোফিল।
  • এটি দুর্লভ Ig।এলার্জিক সাড়াদানে (সন্ধিবাতে) ভূমিকা বেশ নেতিবাচ
  • কৃমি জাতীয় পরজীবী নিষ্কাশনের সহায়তা করে।

আরো জানুন,

কৃষি গুচ্ছ আসন সংখ্যা ২০২৪

র‍্যাম ও রমের মধ্যে পার্থক্য (Difference between RAM and ROM)

Psychology (মনোবিজ্ঞান) নিয়ে অনার্স করা কেমন সিদ্ধান্ত : সাবজেক্ট রিভিউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *