প্রফেশনাল অনার্স কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স কোর্স ২০২৪

প্রফেশনাল অনার্স কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স কোর্স

প্রফেশনাল অনার্স কি? 

এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ৪ বছর মেয়াদী অনার্স কোর্স। এই কোর্সের মূল কনসেপ্ট হলো এখানে, প্রফেশনাল ডিগ্রী দেয়া হয়ে থাকে। যেমন, বিবিএ, সিএসসি, ফ্যাশন ডিজাইন সহ আরও নানান কোর্স।

এই কোর্স এর প্রশ্ন, সিলেবাস, পরীক্ষা ও সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে। প্রফেশনাল অনার্স কোর্স সরকারী কলেজে বা প্রতিষ্ঠানে পড়ানো হয়না। শুধুমাত্র প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে। তাই এখানে খরচ ও ফিস বেশি।

এখানে জেনারেল অনার্সের সাবজের যেমন; বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত, সমাজ বিজ্ঞান বিষয় পড়ানো হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ টাকার কোর্সএখানে তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম টাকায়। সেরে নিতে পারবেন।

এই ডিগ্রী অর্জন করার পরে বিসিএস সহ দেশের যেকোনো চাকুরী এমনকি বিদেশে উচ্চশিক্ষা ও জবের জন্য আবেদন করতে পারবে। তাই যারা সাধারণ অনার্সে চান্স না পেয়ে বা জিপিএ এর কারণে আবেদন করতে না পেরে হতাশ, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ার মতো সামর্থ্য নেই তাড়া এই কোর্সে ভর্তি হতে পারবে।

প্রফেশনাল অনার্সে আবেদনের যোগ্যতা (পরিবর্তনশীল) 

এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার সকল শিক্ষার্থী আবেদন করতে পারে

যাদের SSC/ সমমানঃ ২০১৯/২০২০/ ২০২১

এবং HSC/ সমমানঃ ২০২১/ ২০২২/২০২৩

বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগে যাদের জিপিএ চতুর্থ বিষয়সহ যাদের জিপিএ ২.৫০-৩.০০ মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে।

প্রফেশনাল অনার্সে কি কি সাবজেক্ট আছে?

প্রফেশনাল অনার্সে মোট ১২টি সাবজেক্ট আছে
সবাই আবেদন করতে পারে
  • Bachelor of Business Administration (BBA)
  • Bachelor of Education (B.Ed)
  • Apparel Manufacture and Technology (AMT)
  • Fashion Design and Technology (FOT)
  • Knitwear Manufacture & Technology (KMT)
  • Tourism and Hospitality Management (THM)
  • Theatre and Media Studies (TMS)
  • BBA in Aviation Management

শুধু বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য

  • Computer Science and Engineering (CSE)
  • Electronics and Communication Engineering (ECE)
  • Bsc Amnestical Aviation Science and Engineering
শুধু ফাইন আর্সের শিক্ষার্থীর জন্য
  • Bachelor of Fine Arts (BFA)

আরো পড়ুন:কৃষি গুচ্ছ আসন সংখ্যা ২০২৪

প্রফেশনাল অনার্সে ধাপ সমূহঃ

১ম ধাপ:অনলাইনে আবেদন ১টি কলেজ চয়েস (১ম মেধা তালিকা)

২য় ধাপ: ২য় মেধাতালিকা ও ১ম মেধা তালিকার মাইগ্রেশন

৩য় ধাপ: কোটা মেধাতালিকা ও ২য় মেধা তালিকার মাইগ্রেশন।

৪র্থ ধাপ:১ম রিলিজ স্লিপ (৩টি কলেজ একাধিক বিষয় চয়েস)

৫ম ধাপ: ২য় রিলিজ স্লিপ (৩টি কলেজ একাধিক বিষয় চয়েস)

FAQ

প্রফেশনাল অনার্স করে কি বিসিএস দেওয়া যায়?

অবশ্যই বিসিএস দেয়া যায়

অনার্স আর প্রফেশনাল অনার্স এর মধ্যে পার্থক্য কি?

সাধারণ অনার্স মুলত বাংলা মিডিয়াম আর প্রফেশনাল অনার্স সম্পন্ন ইংলিশ মিডিয়াম।

1 thought on “প্রফেশনাল অনার্স কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স কোর্স ২০২৪”

Leave a Comment