স্কিটো সিমের ব্যালেন্স চেক ২০২৫

স্কিটো সিমের ব্যালেন্স চেক ২০২৫

1. USSD কোড ডায়াল করার মাধ্যমে।
2. Skitto App এর মাধ্যমে।

USSD Code এর মাধ্যমে Skitto সিমের ব্যালেন্স চেক করার নিয়ম :

প্রথমেই আপনার মোবাইলে থাকা ডিফল্ট ডায়াল প্যাড এ গিয়ে *121*1# ডায়াল করে খুব সহজেই আপনার স্কিটো সিমের ব্যালেন্স দেখতে পারবেন।

USSD Code এর মাধ্যমে Skitto সিমের মিনিট চেক করার নিয়ম :

স্কিটো সিমের মিনিট চেক করতে ডায়াল করুন *121*1*2#

USSD Code এর মাধ্যমে Skitto সিমের Megabyte / MB চেক করার নিয়ম :

স্কিটো সিমে কত এমবি আছে দেখতে আপনার মোবাইল ফোনে ডায়াল করুন *121*1*3#

USSD Code এর মাধ্যমে Skitto সিমের SMS / মেসেজ / এস এম এস চেক করার নিয়ম :

স্কিটো সিমে কয়টা এসএমএস আছে দেখতে ডায়াল করুন *121*1*4#
আপনি যদি কখনো Skitto অ্যাপ ব্যবহার করে না থাকেন তাহলে আপনি পাবেন।

 ২ GB ফ্রি ইন্টারনেট 30 দিন মেয়াদে

স্কিটো সিমে 2 জিবি ফ্রি নিতে এখানে ক্লিক করুন

 Skitto App কিভাবে ডাউনলোড করব?

স্কিটো অ্যাপস ডাউনলোড করতে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে স্কিটো লিখে সার্চ দিন এরপর অ্যাপটা ডাউনলোড করে নিন। অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন।

• Android

Google Play Store, ApkPure

• Apple iOS

Apple Apps Store

 

স্কিটো অ্যাপে লগিন করার নিয়ম ?

প্রথমেই স্কিটো অ্যাপ টি ওপেন করুন

এখানে আপনার ফোন নাম্বারটি দিন এরপর সেন্ড বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল একটা কোড আসবে কোডটা বসিয়ে দিন। কোডটা বসিয়ে দিলে অটোমেটিক লগইন হয়ে যাবে।

স্কিটো সিমের ব্যালেন্স চেক ২০২৫,আমি কিভাবে আমার স্কিটো সিমের ব্যালেন্স চেক করবো?
স্কিটো সিমের ব্যালেন্স চেক ২০২৫

এভাবেই খুব সহজেই আপনার স্কিটো সিমের ব্যালেন্স চেক করতে পারবেন।

আরো পড়ুন:বাংলাদেশের সেরা 10টি অনলাইন শিক্ষা অ্যাপস এবং ওয়েবসাইট

ধন্যবাদ পোস্ট পড়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

Leave a Comment