হার্ডওয়্যার ও সফটওয়্যার এই দুটি শব্দ সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত। আমরা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ক্রয় করতে গেলে আমরা অবশ্যই এই দুটি জিনিস ভালো করে যাচাই করে কিনে থাকি । মুলত হার্ডওয়্যার আমরা বুঝি কোনো ইলেকট্রনিক পণ্যের বাহ্যিক দিক যা আমরা খালি চোখে দেখতে পাই ।
আর সফটওয়্যার হলো এমন একটি সিস্টেম যা হার্ডওয়্যার সাথে সম্পর্ক স্থাপন করে কাজ করে যা আমরা খালি চোখে দেখতে পায় না। আজকে আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য আলোচনা করবো ।
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য
হার্ডওয়্যার | বিষয় | সফটওয়্যার |
১.কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা যন্ত্রপাতি, যন্ত্রাংশ ডিভাইসকে হার্ডওয়্যার বলে |
সংজ্ঞা | ১.কম্পিউটারের প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি যা হার্ডওয়্যার ও হিউম্যানওয়্যারের সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে সক্রিয় করে তাকে সফটওয়্যার বলে। |
২.হার্ডওয়্যারের যন্ত্রাংশগুলো হলো ইনপুট ইউনিট; যেমন: কী-বোর্ড, মডিস, সিপিইউ, মাদার বোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর ও প্রিন্টার ইত্যাদি। | অংশ | ২.সফটওয়্যারের বিভিন্ন অংশ হলো: MS Office, Visual Basic, Adobe Photoshop ইত্যাদি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম: যেমন: MS Dos, Windows, Lotas, Unix ইত্যাদি। |
৩.হার্ডওয়্যারের বাহ্যিক কাঠামো আছে এবং এটাকে স্পর্শ করা যায়। | স্পর্শ | ৩.সফটওয়্যারের কোনো বাহ্যিক কাঠামো নেই এবং এটাকে স্পর্শ করা যায় না। |
৪.হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না। | নিয়ন্ত্রণ | সফটওয়্যার হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। |
৫.হার্ডওয়্যার সম্পর্কে জ্ঞান থাকলেও তা তৈরি করা যায় না কারণ এর জন্য কারখানা দরকার। | তৈরি | ৫.সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকলেই তৈরি করা যায়। এর জন্য কারখানা দরকার নেই। |
৬.হার্ডওয়্যারকে সফটওয়্যারের প্রাণ বা জীবনীশক্তি বলে না। | প্রাণশক্তি | ৬.কিন্তু সফটওয়্যারকে হার্ডওয়্যারের প্রাণশক্তি বা জীবনীশক্তি বলে। |
৭.হার্ডওয়্যার হলো যান্ত্রিক বিষয় এটাকে সংরক্ষণ করার প্রয়োজন হয় না। | সংরক্ষণ | ৭.সফটওয়্যারের ক্ষেত্রে ROM-এ প্রোগ্রাম গুলো স্থানীয়ভাবে সংরক্ষিত। |
৮.হার্ডওয়্যার নষ্ট হলে ফেলে দিতে হয়। | নষ্ট | ৮.হার্ডওয়্যার নষ্ট হলেও সফটওয়্যার কিন্তু নষ্ট হয় না। |
৯.হার্ডওয়্যার তৈরির জন্য সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। | জ্ঞান | ৯.সফটওয়্যার তৈরির জন্য হার্ডওয়ার সম্পর্কে জ্ঞান থাকার বিশেষ প্রয়োজন নেই। |
১০.সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার তাৎপর্যহীন | তাৎপর্য | ১০.হার্ডওয়্যার ছাড়া সফটওয়ার তাৎপর্যপূর্ণ। |
আরো পড়ুন:দক্ষিণ এশিয়ার ৯টি দেশের পরিচিতি
উপরোক্ত পার্থক্যগুলো ছাড়া আরো বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে।তবে গুরুত্বপূর্ণ পার্থক্য গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।