Psychology (মনোবিজ্ঞান) নিয়ে অনার্স করা কেমন সিদ্ধান্ত : সাবজেক্ট রিভিউ

Psychology (মনোবিজ্ঞান) নিয়ে অনার্স করা কেমন সিদ্ধান্ত : সাবজেক্ট রিভিউ
Psychology (মনোবিজ্ঞান) নিয়ে অনার্স করা কেমন সিদ্ধান্ত : সাবজেক্ট রিভিউ

 

মানুষ এমন কেনো? সে আমার সাথে এটা কেনো করলো? সবার মুখে একটাই কথা “ভাল্লাগে নাহ!”, কিন্তু কেন? মানুষ কেনো সুইসাইডাল হয়? প্রকৃত সুখ কোথায়? এরকম হাজারো প্রশ্নের উত্তর যদি তুমি খুজে বের করতে চাও। যদি নিজেকে জানতে চাও, বুঝতে চাও; চারপাশের মানুষের কার্যক্রমগুলো ব্যাখ্যা করতে চাও তাহলে মনোবিজ্ঞান বিষয়টি একান্তই তোমার জন্য। চলো এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যাক।

 

মনোবিজ্ঞানের কর্মক্ষেত্রে, একজন পেশাগত প্রশিক্ষণার্থী বা গবেষককে মনোবিজ্ঞানী বলে।মনোবিজ্ঞানী ব্যক্তিগত ও সামাজিক আচরণের ক্ষেত্রে মানসিক কর্মপ্রক্রিয়ার ভূমিকাকে বোঝার চেষ্টা করেন। পাশাপাশি তারা চেতনাগত প্রক্রিয়া ও আচরণের পেছনের মনস্তাত্ত্বিক ও স্নায়বিক প্রক্রিয়াকেও অনুসন্ধান করেন।

 

▪️ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের জীববিজ্ঞান অনুষদ অধিভুক্ত মনোবিজ্ঞান বিভাগে,

বিজ্ঞান বিভাগের জন্য ৪০টি,মানবিক বিভাগের ২০ টি ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২০ টি সিট বরাদ্দ রয়েছে।

 

▪️স্নাতক কোর্সটি ৪ বছরের এবং স্নাতকোত্তর ২ বছরের।

৪ বছর মেয়াদী আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে সাধারণত যে যে কোর্স পড়ানো হয় –

১ম বর্ষে ৬ টি কোর্স

  1. Introduction to Psychology
  2. Statistics in Psychology 1
  3. Experimental Psychology
  4. Bangladesh Studies (EDC)
  5. Introduction to Sociology (EDC)
  6. Practical (Experimentation)

২য় বর্ষে ৯ টি কোর্স:

  1. Developmental Psychology 1
  2. Statistics in Psychology 2
  3. Basic Psychometrics
  4. Social Psychology
  5. Biopsychology
  6. Data Analysis and Computers (EDC)
  7. Social Work (EDC)
  8. Presentation
  9. Practical (Experimentation)

৩য় বর্ষে ৯ টি কোর্স:

  1. Developmental Psychology 2
  2. Statistics in Psychology 3
  3. Abnormal Psychology
  4. Psychology of Perception
  5. Industrial Psychology
  6. Research Methodology
  7. Forensic Psychology
  8. Presentation
  9. Practical (Testing)

৪র্থ বর্ষে টি কোর্স:

  1. Positive Psychology
  2. Personality Psychology
  3. Theories of Learning
  4. History and Systems in Psychology
  5. Organizational Behavior
  6. Counseling Psychology
  7. Educational Psychology
  8. Cognitive Psychology
  9. Practical(Research Project)

 

সাইকোলজি একটি ব্যবহারিক নির্ভর বিষয়। স্নাতক চলাকালীন এমন অনেক ধরনের কোর্স পাওয়া যাবে যেটা প্রাকটিক্যালে আরো ভালোভাবে শেখা যায়। তাই বেশিরভাগ বিষয়ই এখানে হাতে কলমে শিখতে হয় কিন্তু পড়াশোনার পদ্ধতিগত প্রথার জন্য একইসাথে প্রচুর বই পড়ার অভ্যাসও থাকতে হবে।

 

স্নাতকোত্তর এর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫ ধরনের স্ট্রিম চালু রয়েছে,

 

  1. MS in Psychology
  2. MS in Clinical Psychology
  3. MS in School Psychology
  4. MS in Industrial Organizational Psychology
  5. MS in Counselling and Educational Psychology

 

মনোবিজ্ঞান বিষয়টির মূল আকর্ষণতো এর কর্মক্ষেত্রে।

Job opportunities:

  1. বিসিএস ( শিক্ষা ক্যাডার) দিয়ে সরকারি চাকরি করার সুযোগ।
  2. স্নাতক শেষে সামরিক বাহিনীতে শর্টকোর্সে সাইকোলজিস্ট হিসেবে যোগদানের সুযোগ।
  3. বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে শিক্ষকতা করার সুযোগতো রয়েছেই পাশাপাশি সাইকোলজিস্ট হিসেবেও নিয়োগ থাকার সুযোগ। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে সাইকোলজিস্টদের কাজের ক্ষেত্র প্রসারিত হচ্ছে।
  4. চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকলজিস্টরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
  5. বেসরকারি এনজিও এবং অরগানাইজেশনে সাইকোলজিস্ট হিসেবে কাজ করার সুযোগ। এছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট হিসেবে যোগদানের সুযোগ রয়েছে।
  6. গবেষণা করার সুযোগতো রয়েছেই,বিশ্বের প্রায় সমস্ত দেশেই সাইকোলজির বিষয়ে উচ্চ শিক্ষার বিভিন্ন প্রোগ্রাম অফার করা হয়। কিন্তু আমেরিকা, ইউকে, কানাডা, জার্মানি এ দেশগুলো স্টুডেন্টদের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে। কারণ এ দেশগুলোতে সাইকোলজিকাল ডিগ্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা অফার করা হয়।

 

স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের রেজাল্ট এবং কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকলে প্রায়ই ফুল ফ্রি স্কলারশিপ অথবা হাফ ফ্রি স্কলারশিপ পাওয়া যায়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পৃথক স্কলারশিপের ক্রাইটেরিয়া রয়েছে।

Psychology (মনোবিজ্ঞান) নিয়ে অনার্স করা কেমন সিদ্ধান্ত : সাবজেক্ট রিভিউ

সব মিলিয়ে সাইকোলজি একটি চমৎকার বিষয়। স্নাতক শেষ করার পরে কেউ কিছু না করলেও নিজেকে এটলিস্ট একজন উন্নত মানুষ হিসাবে খুঁজে পাবে। এই বিষয়টি তোমাকে কেবল অন্যকে সহায়তা করতে সাহায্য করবে না বরং নিজের পার্সোনাল গ্রোথের জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য তোমার সবচেয়ে ভালো সাহচর্য হিসেবে কাজ করবে। এই সাবজেক্টের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, মনোবিজ্ঞান অনুযায়ী লোকদের সহায়তা করার জন্য যা প্রয়োজন তা তোমার নিজেরও প্রয়োজন। তাই তুমি দেখবে “আমার এটা করা উচিত বা নাকি না করা উচিত” এসব বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না। সুতরাং যদি নিজেকে জানতে চাও, চিনতে চাও তাহলে সাইকোলজি বিষয়ে তোমাকে স্বাগতম।

আরো পড়ুন: বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের নাম,আয়তন, জনসংখ্যা এবং ওয়ার্ড

পোস্টটি লিখেছে

Zehadul Islam

Department of Psychology

Session 2022-2023

University of Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments