হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য

হার্ডওয়্যার ও সফটওয়্যার এই দুটি শব্দ সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত। আমরা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ক্রয় করতে গেলে আমরা অবশ্যই এই দুটি জিনিস ভালো করে যাচাই করে কিনে থাকি । মুলত হার্ডওয়্যার আমরা বুঝি কোনো ইলেকট্রনিক পণ্যের বাহ্যিক দিক যা আমরা খালি চোখে দেখতে পাই ।

হার্ডওয়্যার ও সফটওয়্যার, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য

আর সফটওয়্যার হলো এমন একটি সিস্টেম যা হার্ডওয়্যার সাথে সম্পর্ক স্থাপন করে কাজ করে যা আমরা খালি চোখে দেখতে পায় না। আজকে আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য আলোচনা করবো ।

হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য

হার্ডওয়্যার বিষয় সফটওয়্যার
১.কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা যন্ত্রপাতি, যন্ত্রাংশ ডিভাইসকে হার্ডওয়্যার বলে

সংজ্ঞা ১.কম্পিউটারের প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি যা হার্ডওয়‍্যার ও হিউম্যানওয়্যারের সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে সক্রিয় করে তাকে সফটওয়‍্যার বলে।
২.হার্ডওয়্যারের যন্ত্রাংশগুলো হলো ইনপুট ইউনিট; যেমন: কী-বোর্ড, মডিস, সিপিইউ, মাদার বোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর ও প্রিন্টার ইত্যাদি। অংশ ২.সফটওয়‍্যারের বিভিন্ন অংশ হলো: MS Office, Visual Basic, Adobe Photoshop ইত্যাদি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম: যেমন: MS Dos, Windows, Lotas, Unix ইত্যাদি।

৩.হার্ডওয়্যারের বাহ্যিক কাঠামো আছে এবং এটাকে স্পর্শ করা যায়। স্পর্শ ৩.সফটওয়‍্যারের কোনো বাহ্যিক কাঠামো নেই এবং এটাকে স্পর্শ করা যায় না।
৪.হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ  সফটওয়‍্যার হার্ডওয়‍্যারকে নিয়ন্ত্রণ করে।
৫.হার্ডওয়্যার সম্পর্কে জ্ঞান থাকলেও তা তৈরি করা যায় না কারণ এর জন্য কারখানা দরকার। তৈরি ৫.সফটওয়‍্যার সম্পর্কে জ্ঞান থাকলেই তৈরি করা যায়। এর জন্য কারখানা দরকার নেই।
৬.হার্ডওয়্যারকে সফটওয়‍্যারের প্রাণ বা জীবনীশক্তি বলে না। প্রাণশক্তি ৬.কিন্তু সফটওয়‍্যারকে হার্ডওয়্যারের প্রাণশক্তি বা জীবনীশক্তি বলে।
৭.হার্ডওয়্যার হলো যান্ত্রিক বিষয় এটাকে সংরক্ষণ করার প্রয়োজন হয় না। সংরক্ষণ  ৭.সফটওয়‍্যারের ক্ষেত্রে ROM-এ প্রোগ্রাম গুলো স্থানীয়ভাবে সংরক্ষিত।
৮.হার্ডওয়্যার নষ্ট হলে ফেলে দিতে হয়। নষ্ট  ৮.হার্ডওয়্যার নষ্ট হলেও সফটওয়্যার কিন্তু নষ্ট হয় না।
৯.হার্ডওয়্যার তৈরির জন্য সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। জ্ঞান ৯.সফটওয়্যার তৈরির জন্য হার্ডওয়ার সম্পর্কে জ্ঞান থাকার বিশেষ প্রয়োজন নেই।
১০.সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার তাৎপর্যহীন তাৎপর্য ১০.হার্ডওয়‍্যার ছাড়া সফটওয়ার তাৎপর্যপূর্ণ।

আরো পড়ুন:দক্ষিণ এশিয়ার ৯টি দেশের পরিচিতি

উপরোক্ত পার্থক্যগুলো ছাড়া আরো বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে।তবে গুরুত্বপূর্ণ পার্থক্য গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।

 

Leave a Comment