বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের নাম,আয়তন, জনসংখ্যা এবং ওয়ার্ড

বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের নাম,আয়তন, জনসংখ্যা এবং ওয়ার্ডবাংলাদেশের মহানগরের শহর গুলোকে স্বায়ত্তশাসনে আওতায় নিয়ে আসার পরিপেক্ষিতে গঠিত হয় সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য হলো শহরগুলোতে বসবাসকারী নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান করা এবং নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশবান্ধব রাখা। আজকে আমরা বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন নাম  আয়তন,জনসংখ্যা এবং ওয়ার্ড সম্পর্কে জানব।

এক নজরে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের তথ্য

সিটি কর্পোরেশনের নাম আয়তন (বর্গ কিলোমিটার) জনসংখ্যা গঠিত হয় ওয়ার্ড
ঢাকার দক্ষিণ ১০৯.১৯ ৭৫.৫৮ লাখ ১৯৮৯ ৭৫
ঢাকা উত্তর ১৬০.৭৬ ১০৬.২৫ লাখ ১৯৮৯ ৫৪
চট্টগ্রাম ১৫৫.৫০ ৪৫ লাখ ৩১ জুলাই ,১৯৯০ ৪১
খুলনা ৪৫.৬৫ ১৫ লাখ ৬ আগষ্ট ,১৯৯০ ৩১
রাজশাহী ৯৬.৭২ ৮.৫১ লাখ ১১ সেপ্টেম্বর ,১৯৮৮ ৩৫
বরিশাল ৪৫.০০ ৬ লাখ ২৫ জুলাই ,২০০২ ৩০
সিলেট ৫৯.৫ ৯ লাখ ২৮ জুলাই ,২০০২ ২৭
নারায়ণগঞ্জ ৭২.৪৩ ১৪ লাখ ৫ মে, ২০১১ ২৭
কুমিল্লা ৫৩.০৪ ৪.৪৩ লাখ ১০ জুলাই,২০১১ ২৭
রংপুর ২০৩.০০ ১০ লাখ ১ জুলাই ,২০১২ ৩৩
গাজীপুর ৩২৯.৯ ২৫ লাখ ৭ জানুয়ারি ,২০১৩ ৩৭
ময়মনসিংহ ৯১.৩১ ৪.৭১ লাখ ২ এপ্রিল ,২০১৮ ৩৩

সিটি কর্পোরেশন FAQ

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন কোনটি?

উঃ গাজীপুর (৩২৯.৯ বর্গকিলোমিটার)

প্রশ্ন: কোন সিটি কর্পোরেশনে   সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে ?

উঃ ঢাকা উত্তর(১০৬.২৫ লাখ)

প্রশ্নঃ বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি?

উঃ ১২টি।

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম সিটি কর্পোরেশন কোনটি?

উঃ ঢাকা সিটি কর্পোরেশন।

প্রশ্নঃ বাংলাদেশে সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

উঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

প্রশ্ন: আয়তনে দেশের ছোট সিটি কর্পোরেশন কোনটি?

উঃ সিলেট সিটি কর্পোরেশন।

প্রশ্ন: জনসংখ্যায় দেশের বড় সিটি কর্পোরেশন কোনটি?

উঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

প্রশ্ন: জনসংখ্যায় দেশের ছোট সিটি কর্পোরেশন কোনটি?

উঃ কুমিল্লা সিটি কর্পোরেশন।

প্রশ্ন: ঢাকা কখন প্রথম পৌরসভার মর্যাদা লাভ করে?

উঃ ১ আগস্ট ১৮৬৪ সালে।

প্রশ্ন: ঢাকা পৌরসভাকে কবে ‘ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন’ এ উন্নীত করা হয়?

উঃ ৩০ সেপ্টেম্বর ১৯৭৮।

প্রশ্নঃ ঢাকা পৌর কর্পোরেশন কে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয় কত সালে?

উঃ ১৯৮৯ সালে।

প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচন হয় কত সালে?

উঃ ১৯৯৪ সালে।

প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচিত মেয়র কে?

উঃ মোহাম্মদ হানিফ।

প্রশ্নঃ ঢাকা সিটি কর্পোরেশনকে দুভাগে ভাগ করার। প্রস্তাব সংবলিত স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিল ২০১১ জাতীয় সংসদে পাশ হয় কবে?

উঃ ২৩ নভেম্বর ২০১১।

আরো পড়ুন:দক্ষিণ এশিয়ার ৯টি দেশের পরিচিতি

Comments 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *